১৯ বছর পর এম এ মালিকের স্বদেশ প্রত্যাবর্তন
যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক ১৯ বছর পর বাংলাদেশে যাচ্ছেন । প্রবাসের মাটিতে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার কারণে তিনি স্বৈরাচার সরকারের রোষানলে পরেন। সেই কারণে দীর্য দিন তিনি স্বদেশে যেতে পারেন নাই । আগামী ১১ অক্টোবর শুক্রবার তিনি পবিত্র ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যাবেন । সেখানে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া , দেশনায়ক তারেক রহমান এবং দেশবাসীর জন্য দোয়া করবেন। এরপর ১৩ অক্টোবর রবিবার বেলা ১২.৩০ মিনিটে তিনি সৌদি এয়ার লাইনসের একটি বিমানে ঢাকা বিমান বন্দরে অবতরণ করবেন। আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার সিলেটে যাবেন। তিনি তিনি যেন সুস্থ শরীরে তাঁর সফর সম্পন্ন করতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেছেন।