সংগ্রাম ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় দেশনেতা তারেক রহমানের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশসমূহ:
• আওয়ামী লীগ পৃথিবীর সর্ববৃহৎ ডাকাত দল
আর শেখ হাসিনা সে ডাকাত দলের সর্দারনী।
• ডাকাতরা শুধু ডাকাতিই করবে। এ ডাকাতরা কখনো ভালো হবে না।
• আওয়ামী লীগ এখন ক্যাসিনো লীগ।
• মসজিদের নগরী ঢাকা এখন ক্যাসিনোর শহর।
• ছাত্রলীগ ছাত্রত্বে পারদর্শিতা না দেখাতে পারলেও শিক্ষক পেটানোতে ওস্তাদ, ছাত্র হত্যা করতে ওস্তাদ।
• বাংলাদেশে অতি সত্ত্বর আবরার ও আবরারের মতো আর যারা দেশের জন্যে জীবন দিয়েছে তাদের হত্যার বিচার হবে।
• বিদেশের সাথে করা প্রতিটি চুক্তি জনগণের সামনে উপস্থিত করতে হবে। কোন চুক্তি যদি বাংলাদেশের স্বার্থবিরোধী হয়, তাহলে সে চুক্তি বাতিল করতে হবে।
• বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে স্বামী-স্ত্রী’র সম্পর্ক হিসেবে স্বীকৃতি দেয় না।
• ৭ই নভেম্বরের চেতনা হলো বাংলাদেশের স্বার্থ ও বাংলাদেশের মানুষের স্বার্থ নিশ্চিত করা।