আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: — বৃটিশ হাইকমিশনার

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। রোববার, ফেব্রুয়ারি ১৩, ২০২২, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে মিট দ্য রিপোর্টারর্স অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশের বন্ধুরা সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যুক্তরাজ্য এটিই প্রত্যাশা করে।
হাইকমিশনার বলেন, বিনিয়োগকারীরাও এখানে স্বচ্ছ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন হোক এমনটা প্রত্যাশা করে। এমনটা নিশ্চিত করা গেলে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকে।
You might also like