আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর দ্বিতীয় দফা খাদ্য সামগ্রী বিতরন।

সংগ্রাম ডেস্ক: “প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে, যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।
মানবতা হোক মানুষের জন্য :
মনোহরদী-বেলাব গণমানুষের মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর পক্ষ থেকে অসহায় দিন মজুর,স্বামী হারা মা বোন, ইয়াতিম,শ্রমিক, তাত শ্রমিক,ও দরিদ্র হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ে উপহার (খাদ্য) সামগ্রী বিতরন।

এই সময় ত্রাণ কার্যক্রমে অংশগ্রহন ও তদারকি করেন মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেক মিয়া,মনোহরদী উপজেলার সাবেক সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন কাজল,নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির,বাছেদ মোল্লা ভুট্টো,কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব,সাম্মির রহমান টিপু,সাফিউদ্দিন আকন্দ করুন।

 

You might also like