আরাফাত রহমান কোকো’র ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর স্নেহের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষিত পাইলট শহীদ আরাফাত রহমান কোকো’র ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাদ আসর পূর্ব লন্ডনের ব্রীক লেইন জামে মসজিদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট জনেরা এতে অংশ নেন । যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এম এ মালিক এক সংক্ষিপ্ত বক্তব্যে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া দান । যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ দোয়া মাহফিলে অংশ নেন । মিলাদের পর ব্রীক লেইন মসজিদের ঈমাম দোয়া পরিচালনা করেন । তিনি আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করেন ।

You might also like