আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রবিবার, আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩ তম জন্মদিন উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্যর পক্ষ থেকে ১৪/০৮/২০২২ রবিবার এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সম্মানিত সুধী,যুক্তরাজ্য বি এন পি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,জাসাস,কৃষক দল,শ্রমিক দল সহ যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো স্সৃতি সংসদের সকল নেতৃবৃন্দ আপনারা উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। #তারিখ: ১৪/০৮/২০২২ইং, রবিবার। #সময় : বাদ মাগরিব(০৮:৪০মিনিট) #স্থান :ব্রিকলেইন জামে মসজিদ আমন্ত্রনে বাবর চৌধুরী আহবায়ক আজিম উদ্দিন সদস্য সচিব যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো স্সৃতি সংসদ ৷

You might also like