”এই আবেগঘন কথাগুলো লিখে নিজের মনের অনুভূতি প্রকাশ করেন বগুড়া ৪ আসনের সাবেক এমপি এবং বতর্মান বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন “
আল্লাহ্ পাক যদি কাহারো মাথার চুল ধরে টেনে উপরে তোলার চেষ্টা করে,
আর সারা পৃথিবীর মানুষ যদি তাহার পা ধরে নিচে টেনে ধরার চেষ্টা করে,
কখনোই তাহাকে কেউ নিচে নামাতে পারবে না।
আমরা ছোটবেলা থেকেই সবাই দেখে আসতেছি, ভিলেন সব সময় চেষ্টা করে নায়ক সহ-সাধারণ মানুষের ক্ষতি করার জন্য।
দিন শেষে কিন্তু নায়কই জয়ী হয়।
আল্লাহ পাক সবার অন্তর্যামী এবং গোটা বিশ্বের সকল ন্যায় ও অন্যায়ের বিচারের মালিক তিনি।
ষড়যন্ত্রকারীদের পরাজয় সবসময় নিশ্চিত করেন মহান আল্লাহ নিজে । হয়তো একটু আগে নয়তো একটু পরে ?