ইকবাল বাহার চৌধুরী’কে নিয়ে বিএনপি নেতার আবেগঘন স্টেটাস!

সংগ্রাম ডেস্ক: সধ্য ঘোষিত সিলেট যুবদলের কমিটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা জন্ম দেয়, এর মধ্য সিলেটের সব চেয়ে জনপ্রিয় বিএনপির ৪ নেতার পদত্যাগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারা যে কোন সময় পদত্যাগ করতে পারেন এমনটাই শুনা যাচ্ছে।

এদিকে সধ্য বিলুপ্ত কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী’কে নিয়ে লন্ডন মহানগর বিএনপি’র যুগ্ন সম্পাদক ফয়সল আহমেদ এর আবেগঘন একটি ফেইচবুক স্টেটাস ঘুরপাক খাচ্ছে সকলের টাইম লাইনে।

স্টেটাসটি এখানে হুবহু তুলে ধরা হলো-

সিলেট যুবদলের নতুন কমিটি দেখে মনে  হচ্ছে ,রাজনীতিতে  যোগ্যতা বলে কিছুনেই। আছে টাকার খেলা , যার টাকা আছে সেই যোগ্য।  যদি  এমনটি  না হতো , ত্যাগী নেতারা কমিটিতে স্হান পেতো।  সিলেট যুবদল  মানেই তো  ইকবাল বাহার চৌধুরী।   যে নেতার  গড়া সিলেট যুবদল , যে নেতার  গড়া শতশত কর্মি , সৈরাচার  বিরুদ্ধী  আন্দোলন  থেকে শুরু করে  প্রতিটা  আন্দোলন সংগামে  যার অগ্রনি ভুমিকা , সিলেটের সবচাইতে সাহসী যুবনেতা, যুবদলের প্রতিটা  নেতা কর্মির  কাছে। কিংবদন্তি যুবনেতা  ইকবাল বাহার চৌধুরী।  যার জীবনের  মূল্যবান সময় ব্যায় করেছেন। যুবদলের রাজনিতি করে ,  প্রতিটা  আন্দোলন সংগামে  নেতা কর্মিকে সাথে নিয়ে  ,রাজপথে  লড়াই  করেছেন।  সেই নেতা  ইকবাল বাহার চৌধুরী।  তাকে মাইনাস করে যুবদলের কমিটি  দেয়া হয়েছে , এটা  সত্যি দংখজনক।  পাশা খেলায়  হয়তো ইকবাল বাহার চৌধুরী হেরেছেন ,   আসলে  ইকবাল বাহার চৌধুরী  হারেননি।   হেরেছে সিলেট রাজনিতি , ইতিমধ্যে সিলেট বিএনপির  চার  প্রভাবশালী নেতার পদত্যাগ  সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী  কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্দর্ঋন বিষয়ক সম্পাদক  আবদুর রাজ্জাক , কেন্দ্রী নির্বাহী সদস্য ডাওার শাহরিয়ার,  কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সম্পাদক শাসসুজজামান  জামান  পদত্যাগ করেছেন । 

আরো পড়ুন