ইলিয়াস ইস্যুতে ডাকা সাংবাদিক সম্মেলন স্থগিত করল পিবিআই
- সাংবাদিক ইলিয়াস ইস্যুতে ডাকা সাংবাদিক সম্মেলন বাতিল করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।বিষয়টি বাংলাভিশনকে নিশ্চিত করেছেন পিবিআই মিডিয়া উইং এর অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ। তিনি বলেন, অনিবার্য কারণবশত ২৭ সেপ্টেম্বরের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
পিবিআই প্রধান বনজ কুমার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাবুল আক্তারকে ফাঁসিয়েছেন,পাশাপাশি তাকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগও আনেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস।
এই অভিযোগের বিষয়েই নিজের অবস্থান সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থাগিত করেছে পিবিআই।
সাংবাদিক ইলিয়াসের ঔই ভিডিওটি প্রকাশের পর বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবুল আক্তার। পরে বিজ্ঞ আদালত মামলার আবেদন খারিজ করে দিয়েছেন