এমাদ ও মোস্তাক পিতার মাগফেরাত কামনায় লন্ডনে দক্ষিণ সুরমা উপজেলা প্রবাসীদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সংগ্রাম ডেস্ক: যুক্তরাজ্য প্রবাসী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাবাসী উদ্যোগে যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদের ও নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমদের সম্প্রতি প্রয়াত পিতার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৩ ফেব্রুয়ারী সোমবার পূর্ব লন্ডনের জাইমা পাঠাগার হোয়াটসঅ্যাপলে অনুষ্টিত মিলাদ ও দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপি অঙ্গ ও সহযোগিত সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এমাদ ও মোস্তাক পিতার মাহফেরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তার সন্তান মরহুম আরাফত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি এবং তারেক রহমানের সুস্থতা কমান করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা। বিএনপি নেতা ফখরুল ইসলাম বাদল ও খালেদ চৌধুরী সার্বিক তত্ত্ববধানে ও মরহুমের ছেলে যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদের ও নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমদের উপস্থিতিতে মিলাদ মহাফিলে উপস্হিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা আখলাকুর রহমান লুকু. আবদুল সাজ্জাদ.যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন. সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ জিলান.বিএনপি নেতা আমিনুর রহমান আকরাম.আলহাজ্ব আমির উদ্দিন মাস্টার. সেলিম আহমদ.শরীফ আহমদ চৌধুরী.জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এম এ সালাম.যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন,লন্ডন মহানগর বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রব, আনোয়ার হোসেন,সরফরাজ আহমেদ সরফু.বাকীবিল্লাহ জালাল.এড: আজাদুর রহমান আজাদ. মুজিবুর রহমান হিরক. ছায়েদ মিয়া. মাহবুবুর রহমান শিবলু,মোতালিব লিটন,কবির আহমেদ বাহার,আরিফ আহমাদ, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম শিমু.কামরুজ্জামান চৌধুরী.মিসবা উদ্দিন.মামুন আহমদ.আকমল আহমদ.ফজলে রহমান পিনাক.শহীদ আহমদ,মাহফুজুর রহমান মুন্না,মো: আশরাফুল আলম.মনীর হাসান. রুমেল আহমদ,জমির আলী.এনামুল করিম জাহিদ. মো: আকছার আহমদ প্রমুখ।দোয়া পরিচালনা করেন মৌলানা শামীম আহমদ।