এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, যুক্তরাজ্য শাখার কমিটি ঘোষনা

আজ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের Glorious জীবনের স্মৃতি চারণের লক্ষ্যে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ -এর যুক্তরাজ্য শাখার ৮১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়েছে।

মরহুম সাইফুর রহমানের জৈষ্ঠ পুত্র, সাবেক সংসদ সদস্য জনাব এম. নাসের রহমান, তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার জেলার প্রবাসীদের জোর দাবির প্রেক্ষিতে এই স্মৃতি পরিষদের যুক্তরাজ্য শাখার কমিটি তৈরী ও অনুমোদন প্রদান করেন। পরবর্তীতে আরো ২০জন সদস্য অন্তর্ভুক্ত করে এই স্মৃতি পরিষদ ১০১ সদস্য বিশিষ্ঠ করা হবে। স্মৃতি পরিষদের এই নতুন কমিটি আগামী ৫ই সেপ্টেম্বর মরহুম এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে লন্ডনে পালন করবেন।

নতুন কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও বিট্রিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি জনাব সাইদুর রহমান রানু -কে সভাপতি, মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি জনাব অদুদ আলম -কে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। এছাড়া জনাব শরীফুজ্জামান চৌধূরী তপন -কে সিনিয়র সহ সভাপতি, জনাব আব্দুল ওয়াহিদ -কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জনাব সোয়ল্লেহীন করিম চৌধূরী -কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

Screenshot
Screenshot
Screenshot
You might also like