কর্মীদের ছাড়াতে পুলিশ ভ্যানে ইশরাক

রাজধানীর ধানমন্ডি জিগাতলায় গ্রেফতার হওয়া এক এজেন্টকে ছাড়াতে নিজেই পুলিশ ভ্যানে উঠেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এজেন্ট মো. সেলিম হোসেনকে আটক করে পুলিশ ভ্যানে তোলে ধানমন্ডি থানা পুলিশ।

এ সময় দলীয় এজেন্ডকে পুলিশের হাত থেকে ছাড়াতে পুলিশ ভ্যানে উঠে পড়েন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবির প্রধান এজেন্ট ইশরাক হোসেন।

এ সময় পুলিশের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, আপনারা নির্বাচন চলাকালীন সময়ে আমাদের এজেন্টকে অন্যায়ভাবে আটক করতে পারেন না। আমার এজেন্টকে আপনার ছেড়ে দেবেন না হয় আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে।

এর আগে সকালে জিগাতলা কুইন্স কলেজ কেন্দ্রে ইশরাক হোসেন বিএনপির ১২ জন এজেন্টকে ঢোকান। পরে এটা নিয়ে বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়েন তিনি।

You might also like