কাহালুতে সাবেক এমপি মোশারফ হোসেন সংবর্ধিত।
কাহালুতে সাবেক এমপি মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে গত মঙ্গলবার কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য মো: মোশারফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) কাহালু উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সভাপতি মো. বেলাল উদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, সহ-সভাপতি শাহিনুর আলম শাহিন, ইব্রাহীম আলী, পি এম রেজাউল করিম, আব্দুল্লাহ আল মতিন, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার শীল, সদস্য জাকিরুল ইসলাম সহ বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।