খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা চেয়ে আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার বিবৃতি.

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখাসভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান ও সাধারণসম্পাদক,ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন এক যুক্ত বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদাজিয়াকে বিনা শর্তে মানবিক কারণে বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা বিবৃতিতেউল্লেখ করেন, অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় দেশনেত্রী বেগমখালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণেলড়াই করছেন ৭৬ বছর বয়সী দেশনেত্রী বেগম খালেদা জিয়াদীর্ঘদিন ধরে আর্থ্রাইটিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবংফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বাংলাদেশেরচিকিৎসকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসারজন্য বিদেশের বিশেষায়িত হাসপাতালে স্থানাস্তর করা প্রয়োজন বলেজানিয়েছেন পরিবারের সদস্যরাও তাই মনে করছেন

সুতরাং বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বানজানিয়ে বিবৃতিতে সভাপতি ও  সাঃ সম্পাদক অতিশ্রীঘ তাঁর জীবনরক্ষার জন্য বিদেশে সুচিকিৎসা গ্রহণের সুযোগ প্রদানের জোর দাবিজানিয়েছেন আশা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী সব কিছুর উর্ধ্বে গিয়েমানবিক বিবেচনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়েসুচিকিৎসা করার অনুমতি দিবেন

বর্তমান সরকার কর্তৃক গনতন্ত্র ও স্বার্বভৌমত্ব রক্ষার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে গ্রেফতার ও দিনের পর দিন কারাবন্দি করে রাখা এবং গণত্রান্ত্রিক আন্দোলনের অগ্রপথিক,বাংলাদেশের সাবভৌমত্ব রক্ষার একমাএ কাণ্ডারী দেশ নায়ক জনাব তারেক রহমান কে সম্পূর্ন অন্যায়ভাবে বিভিন্ন মমলায় সাজা প্ৰদান গ্রেফতারী পরোয়না জারির মাধ্যমে জনসাধারনের সম্মুখে জনাব তারেক রহমানের ভাব মুতি ক্ষুন্ন রা এবং দেশব্যাপী সন্ত্রাসীদের সহযোগিতায় যৌথবাহিনীর মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মীসহ দেশপ্রেমিক  জনগনের উপর মামলা ও হমলা করে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়ী ঘরে লুন্ঠন, সংখালঘু সম্প্রদায়ের উপর পরিকল্পিত হামলা করে নৈরাজ্য তৈরী করায় আইনজীবী ফোরামেরপক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পাশা পাশি অনতিবিলম্বে সকল জাতীয় নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি বিরোধী দলীয় সকল নেতার চলাচলে বাধাঁ দুরীকরন সহ সকল রাজবন্দীকমুক্তি দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে পরিবেশ তৈরীর আহব্বান জানানো হয়।                                                                                                              

ব্যারিস্টার আবুল মনসুর শাহজান  

  সভাপতি

ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন

                                        সাধারণ সম্পাদক

     বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, ইউ কে।

You might also like