খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন–কয়ছর এম আহমদ ।

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন–কয়ছর এম আহমেদ

বুধবার দুপুরে
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

আশারকান্দি ইউনিয়ন মহিলাদল নেত্রী মোছাঃ খানম বেগমের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আহমদ খান টুনুর সঞ্চালনায়
এসময় কয়ছর আহমেদ আরো বলেন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রাণ তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় সন্তান ঘোষনা দিয়েছিলেন ৩১ দফার ভিতরে নতুন গনতান্ত্রিক বাংলাদেশ গড়তে নারীদেরকে সর্বোচ্চ প্রাধান্য দেয় হবে।
তিনি আরও বলেন ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী, এই ৩১ দফার মধ্যে যা আছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।
বাংলাদেশে চার কোটি পরিবার আছে, চার কোটি পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হবে, এই ফ্যামিলি কার্ড টি বরাদ্দ করা হবে পরিবারের নারী সদস্যদের নামে, পরিবারের মা বা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধান সদস্যর নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, কোনো পুরুষের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে না, ফ্যামিলি কার্ড হবে পরিবারের সিনিয়র নারী সদস্যের নামে।
এসময় তিনি নারীদের উদ্দেশ্য করে বলেন আমি মনে করি জগন্নাথপুরের মধ্যে এই আশারকান্দি সবচেয়ে বেশি সচেতন ইউনিয়ন। দুইটা কারণে এই ইউনিয়নের মধ্যে সচেতন যারা এইখানে রাজনীতি করেন ওনারা ওনাদের পরিবার নিয়ে এসেছেন এখানে এতে বুঝা যায় ওনাদের পরিবারের থেকে ওনাদের সর্বোচ্চ সহযোগিতা করা হয়।

সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছেদেন কয়ছর এম আহমেদ।

সভাশেষে আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার ও পাঠকুরা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

এসময় প্রধান বক্তার বক্তব্যে রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, ইউনিয়ন বিএনপির আহবায়ক আক্তার মিয়া, যুগ্ম আহবায়ক ফখরুল খান, মহিলাদল নেত্রী রত্না বেগম, জোসনা বেগম প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহিলাদলনেত্রী তাসনিম আক্তার দোহা।

২৭ আগস্ট, বুধবার, ২০২৫ ইংরেজি।

You might also like