খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শনিবার দুপুরের পর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। বিএনপি নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দলটির নেতারা বলেছেন, বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। দুপুরের পর হঠাৎ করেই ফিরোজার সামনে পুলিশের উপস্থিতি বাড়তে থাকে। একই সঙ্গে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।

এদিকে হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেয়ার পর সন্ধ্যায় বাসায় ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আর তার বাসায় ফেরার খবরে গুলশানের বাসভবন ফিরোজার সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

You might also like