চট্টগ্রামে ধানের শীষের প্রচারণা শুরু
সংগ্রাম ডেস্ক: জাতীয় সংসদ’র চট্টগ্রাম ৮, চান্দগাঁও-বোয়ালখালী, উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সোমবার, ডিসেম্বর ২৩ থেকে।
সকালে নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক পাওয়ার পর ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকা থেকে প্রচারণা শুরু করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফিয়ানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপরই বহদ্দারহাট মোড় থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন সুফিয়ান।
চট্টগ্রাম ৮ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।