ছাতকে জনতার ধাওয়া খেলে পালিয়ে গেলেন সংসদ বোমা মানিক. এলাকায় উত্তেজনা.
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে ধাওয়া করেছে ছাতকের দোয়ারা বাজারের ইসলামপুরের বন্যার্থ জনতা.
আজ দুপুরে দোয়ারা বাজার উপজেলার
লক্কিপুর ইউনিয়নে ত্রাণ দিতে যান মানিক.
ত্রাণ দিতে গিয়ে জনতার রোষানলে পড়েন, বন্যার্থ সাধারণ মানুষ একের পর এক প্রশ্ন করতে থাকে জনাব মানিককে.
তারা জানতে চায় এতদিন কোথায় ছিলেন?
তাদের কেন দেখতে আসেননি. কেন ত্রাণ আসেনি এলাকায় ?
কেন ভাঙ্গনটি এখনো ভরাট হয়নি বারবার ওয়াদা করেও.
জনতার একের পর এক প্রশ্ন বিব্রত হন সংসদ মানিক.
তখন এমপির পক্ষ নিয়ে জনগণের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম.
তখন বন্যার্থ মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এমপি মানিকের বাহিনী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা.
একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়েন এমপি মানিক .
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, এমপি সাহেব বারবার কথা দিয়েও বাঁধ নির্মাণের পর্যাপ্ত ব্যাবস্তা নেননি. যদি নিতেন তাইলে আজ বাঁধ ভেঙে এভাবে পানি আসতো না .
এ সময় সংসদ মানিক দৌড়ে নৌকায় উঠে গিয়ে যমুনা টিভিকে বলেন.
এটা দুই চেয়ারম্যানের দ্বন্ধ. কেন এলাকায় কাজ হয়নি এমন প্রশ্নের জবাবে বলেন পর্যাপ্ত বরাদ্দের অভাবে কাজ হয়নি.