উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহী সবুজ দল ফিল্ডিং বেছে নেন। রাজশাহীর লাল দল ব্যাট করতে নামে।
জবাবে রাজশাহী সবুজ দল ১৮.৪ ওভারে ১০৫ রানে অল আউট হয়ে যায়। ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল দল। দলের পক্ষে সাইফুল ইসলাম ৩২, সুজন হাওলাদার ১৬ ফরহাদ রেজা ১৪ রান করেন। রাজশাহী লাল দলের বোলার লিমন হোসেন ৩টি, একারামুজ্জামান ২টি ও ফাহিম আহম্মেদ ২ টি করে উইকেট তুলে নেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার আমিনুল হক, বিসিবি’র সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, আলী আসগর তালুকদার হেনা, মীর শাহে আলম, ডা. ইব্রাহিম খলিল, সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার প্রমুখ।