জৈন্তাপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির মনোনয়ন প্রত্যাশী
হেলাল উদ্দিন আহমদের আহবানে উপজেলা সদরে
এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৫ই নভেম্বর) বিকেলে উপজেলা সদরের ঐতিহাসিক ইরাদেবী মিলনায়তন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনে ৩১দফা বাস্তবায়নে তৃণমৃল পর্যায়ে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।
সভায় হেলাল উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষের মুক্তির পথ ও মৌলিক অধিকার বাস্তবায়নে ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই।
তৃণমূল পর্যায়ের জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগন্জ উপজেলার মানুষের একটাই দাবী, স্হানীয় নেতৃত্ব থেকে মনোনয়ন দেওয়া। তিনি বলেন, আমি জৈন্তাপুর গোয়াইনঘাটের মাটি ও মানুষের সাথে এই জনপদে বেড়ে ওঠেছি।
দীর্ঘদিন এই জনপদের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের সাথে রাজনীতি করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হতে আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি ।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বিএনপি নেতা মাসুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন, লোকমান উদ্দিন, বাবুল চেয়ারম্যান ও কামাল উদ্দিন, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপিত কুদরত উল্লাহ ভান্ডারী, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মুসলিম আলী, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহীদ শুকুর মেম্বার, সাধারণ সম্পাদক ও নিজপাট ইউপি সদস্য হুমায়ন কবির খান, ইউপি সদস্য জালাল উদ্দিন, হেলাল আহমেদ, হাফিজ মুছব্বির, মছদ্দর আলী, ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, সোলেমান আহমদ বেড়াই মেম্বার, ইউপি সদস্য আব্দুর রকিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, দুলাল আহমদ, রায়হান আহমেদ, শুয়েব আহমেদ ও ছাত্রনেতা রহমত মারুফ