বহুল প্রতীক্ষিত জৈন্তাপুর উপজেলা যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০শে আগস্ট ২০25। এই কাউন্সিলকে সামনে রেখে প্রার্থীদের মধো তুমুল প্রতিযোগিতা শুরু হয়েছে ।
প্রত্যেক প্রার্থীরা ছুটছেন যুবদলের সমর্থক কর্মীদের দোরগোড়ায়, নিতে চাইছেন নিজের করে কারন জনসমর্থন ই কাউন্সিলরদের মুল চাবিকাঠি ।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবৈধ সরকার প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে গিয়ে নিজের ধনসম্পদ, জেল খেটেছেন,হামলা মামলা খেয়েছেন তাই নিজের প্রাপ্যটা পেতে সর্বোচ্চ লড়াই করে যাচ্ছেন সকলে ।
এই মুহূর্তে জৈন্তাপুর উপজেলা যুবদলের কাউন্সিলে প্রার্থীতার লড়াইয়ে যারা এগিয়ে রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম-
নাসির উদ্দিন, সাবেক আহ্বায়ক ও সাবেক সভাপতি জৈন্তাপুর উপজেলা ছাত্রদল বর্তমানে উপজেলা বিএনপির সদস্য । ক্লিন ইমেজের নেতা হিসেবে সর্বাধিক পরিচিত, যার নামে আজ পর্যন্ত কোন অবৈধ অভিযোগ পাওয়া যায়নি।নাসির উদ্দিনের বাড়ি ৬নং চিকনাগুল ইউনিয়নে।
ফারুক আহমেদ যিনি সুইট ফারুক হিসাবে সকলের কাছে পরিচিত এবং তিনিও সভাপতি প্রার্থী । ৫ নং ফতেপুর ইউনিয়নের বাসিন্দা সুইট ফারুক বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিগত স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন এবং বহু হামলা মামলায় জর্জরিত হয়েছেন।
হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি বহু অভিযোগ অভিযুক্ত হয়েছেন, সেনাবাহিনীর মামলায় আত্মসমর্পণ করে জেল খেটে এসেছেন কিছু দিন আগে।
এছাড়া মুমিনুর রহমান মুমিন(দরবস্ত) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারনা চালিয়ে যাচ্ছি।
জাকারিয়া আহমদ(৪ং দরবস্ত ইউনিয়ন)- সাবেক সভাপতি জৈন্তাপুর উপজেলা ছাত্রদল। যিনি কর্মবান্ধব নেতা হিসেবে সকলের কাছে পরিচিত। বিগত অবৈধ সরকারের আমলে তিনি বহু মামলার আসামি ও জেল খেটেছেন । তিনি আসন্য উপজেলা যুবদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ।
ফরহাদুজ্জামান ফাহাদ(৪ নং দরবস্ত ইউনিয়ন)তরুন উদীয়মান ছাত্রদল নেতা, ইতিমধ্যে সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে সকলের নজর কাড়তে সফল হয়েছেন, দলের জন্য কাজ করতে গিয়ে হামলা মামলা সম্মুখীন হয়ে এবং মিথ্যা মামলায় জেল খেটেছেন । ফাহাদ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ছাত্রদল নেতা সাব্বির আহমদ(নিজপাট ইউনিয়ন)
জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রিমন প্রার্থীতা করবেন যুবদলের সাধারণ সম্পাদক পদে।
মো: মঈনুল ইসলাম (৬নং চিকনাগুল ইউনিয়ন) থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সকলের আলোচনায় রয়েছেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বুহুবার জেল খাটতে হয়েছে তাকে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তরুন যুবদল নেতা কবির খান(ফতেপুর ইউনিয়ন), তিনিও স্বৈরাচার বিরোধী আন্দোলনের জেল খেটেছেন বহুবার
তাছাড়া সাংগঠনিক পদে প্রার্থী করবেন মো: কবির আহমেদ (চিকনাগুল ইউনিয়ন) মো: নাসির উদ্দিন রাজ সহ অনেকে।
উল্লেখ্য ৩০শে আগস্ট কাউন্সিল হলেও নির্বাচিত প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
ধন-সম্পদে ভরপুর জৈন্তাপুর উপজেলা অন্য যেকোন উপজেলা থেকে গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক সম্পদের পাশাপাশি ভারত ঘেঁষা এই উপজেলা অন্যান্য উপজেলা থেকে আলাদা করে রেখেছে। তাই নির্বাচকরাও বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন তেমনটাই মনে করছেন সমর্থক ও প্রার্থীরা ।