ডামি নির্বাচন বর্জন করা আহবান. লন্ডন মহানগর বিএনপির লিফলেট বিতরনে —এম এ মালিক
৭জানুয়ারী বাংলাদেশে ডামি নির্বাচন বর্জন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে গণ সচেতনতা সৃষ্টির লক্ষে লন্ডন মহানগর বিএনপি’র উদ্যেগে গত কাল ২৯ ডিসেম্বর শুক্রবার ইস্ট লন্ডন মসজিদ সহ লন্ডনের বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ করা হয়।
যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য. সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক. প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সস্পাদক কয়ছর এম আহমদ. বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক. যুগ্ম সম্পাদক মিসবাহউজ্জমান সোহেল. সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল. যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক ( সহ সাধারণ সম্পাদক পদ মর্যাদা) সেলিম আহমদ. আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার লিয়াকত আলী. যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য বাবর চৌধুরী. যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক মঈনুল ইসলাম. সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ. লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ ,সহ-সভাপতি আব্দুর রব. সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ , যুগ্ম সম্পাদক রোমান আহমেদ চৌধুরী. সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক. সহ আইন বিষয়ক সস্পাদক ব্যারিস্টার মোঃ শাহনেওয়াজ জুয়েল. ক্রীড়াবিষয়ক সম্পাদক সৈয়দ আতাউর রহমান. বিএনপি নেতা. শফিকুল ইসলাম তুহিন. শেখ খালেদ আহমদ মিনহাজ. আমির হোসেন. মুজিবুর রহমান মুজিব. মহিউদ্দিন দেওয়ান সাব্বির. বাচ্চু মিয়া. শেরওয়ান আলী. আল মামুন. হালিমুল ইসলাম হালিম. সৈয়দ খবির হোসেন. আলী উজ্জল. ফয়সল আহমেদ. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. আশিক আহমদ. তানভীর হোসেন সিদ্দিকী. শাহ রুমন আহমদ. কবির আহমদ। মোঃ সুমন. সুফিয়ান আহমদ. রুহুল আমিন. দেলওয়ার হোসেন. আশরাফ উদিদন. ওয়াকিল আহমদ. মাহবুবুর রহমান. কামরল ইসলাম. নাঈম তালুদার. এমরান আহমদ. মোঃ নুর উদ্দিন. মাসুদ পারভেজ. ফখরুল আহমদ. কাজী মোঃ নুরুজ্জামান. ফখরুল মিয়া. সোহেল আহমদ. মামুন হাসান. প্রমুখ।যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন অবিলম্বে অবৈধ নির্বাচনী তফসিল বাতিল করতে হবে। পরিষ্কার ভাষায় এই মিডনাইট সরকারকে জানিয়ে দিতে চাই আর কোন টানবাহালা করে এই সরকারের গদি রক্ষা করা যাবে না। এই আন্দোলন দেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের। দেশে এক তরফা নির্বাচনের নামে দজনগনের সাথে তামাশা চলছে। তাই, এই ডামি নির্বাচনের বিরুদ্ধে জনগন রুখে দাঁড়িয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে গণতন্ত্র বিলিন হতে দেয়া যায় না। এই দেশ শুধুমাত্র বিএনপির একার নয়, এই দেশ আপনার আমার সকলের। তাই দেশকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অসহযোগ আন্দোলনে সকল সামিল হতে হবে। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনায় দেশ স্বাধীন হয়েছিল। চলমান আন্দোলনে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও জিয়ার সৈনিকরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। জনতার দাবি আদায়া না হওয়া পর্যন্ত বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।এই আন্দোলন দেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের। দেশে এক তরফা নির্বাচনের নামে জনগনের সাথে তামাশা চলছে। এই ডামি নির্বাচনের বিরুদ্ধে জনগন রুখে দাঁড়িয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে গণতন্ত্র বিলিন হতে দেয়া যায় না। এই দেশ শুধুমাত্র বিএনপির একার নয়, এই দেশ আপনার আমার সকলের। তাই দেশকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অসহযোগ আন্দোলনে সামিল হতে হতে হবে। চলমান আন্দোলনে শেষ রক্ত বিন্দু দিয়ে হলে ও জিয়ার সৈনিকরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। তাই এই ডামি নির্বাচন বর্জন করুন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন সরকার নির্বাচনী খেলা শুরু করেছে। তারা নিজেরা নিজেরা সিট ভাগ করে দিয়ে দিয়েছে। কাজেই এই ভোট গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এই নির্বাচন হলে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।