তারেক রহমানের উপস্হিতিতে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট অগ্রযাত্রার পথিকৃৎ, মরহুম আরাফাত রহমার কোকো’র ৫৩ তম জন্মদিন উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। যুক্তরাজ্য সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও বাংলাদেশ থেকে আগত বিএনপি নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল সহ যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ও প্রবাসী বাংলাদেশীরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
জন্মদিন উপলক্ষে মরহুম আরাফাত রহমার কোকো’র রূহের মাগফিরাত কামনা করে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনা ও দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।