তারেক রহমানের নির্দেশে জাসাস যুক্তরাজ্যের খাদ্য সামগ্রী বিতরণ

সংগ্রাম ডেস্ক: করোনা ভাইরাসের ফলে বিশ্বব্যাপি যে মহামারি দেখা দিয়েছে সে থেকে মুক্তি লাভের জন্য যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মী নিরলস কাজ করে যাচ্ছে তাদের এই কঠোর পরিশ্রমের সাথে একাত্মতা জানিয়ে “সতর্কতা সহায়তা মানবিকতা”এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য জাসাস এর উদ্যোগে কিংগস কলেজ হসপিটালে খাবার প্রদান করে

মহান বীর #NHS ১০০ জন স্বাস্হ্য কর্মীদের খাবার পৌছে দেন যুক্তরাজ্য জাসাস সভাপতি এমাদুর রাহমান এমাদ ও সাধারণ সম্পাদক তাসবীর চৌধুরি শিমুল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসাসের প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুতালিব লিটন,দপ্তর সম্পাদক সাংবাদিক মাহফুজুর রহমান, জাসাস নেতা কমিউনিটি এক্টিভিস্ট সোহাগ চৌধুরীর জাসাস নেতা সাংবাদিক মাসুদুজ্জামান, নান্না খান ।
স্বাস্হ্য কর্মীদের খাদ্য সামগ্রী বিতরণে সমন্বয় সাধন করেন টাওয়ারহ্যামল্যাটস কাউন্সিলের অন্যতম কাউন্সিলার (স্পিটাল ফিল্ড ) সাদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট তারেক খান। হোয়াইটচ্যাপেল ওয়ারডের কাউন্সিলার শাহ সোহেল আমিন
জাসাস যুক্তরাজ্য দ্বিতীয় কর্মসূচী হিসাবে টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের স্পিটাল ফিল্ড ওয়াডের শতাধিক দুস্থ্যদের মধ্যে হ্যান্ড গ্লাব্স, মারক্স ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

You might also like