তারেক রহমানের নির্দেশে NHS স্টাফদের জন্য যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের খাদ্য সামগ্রী বিতরণ
সংগ্রাম ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে। পর্যায়ক্রমে যুক্তরাজ্যের প্রায় ১০০টি হাসপাতাল গুলোতে খাবার সরবরাহ করা হচ্ছে । বিশ্বব্যাপী মহামারীতে প্রতি নিয়ত যুদ্ধ করছে সম্মুখ সারীতে থেকে বিভিন্ন হাসপাতালের ডাক্তার , নার্স ও বিভিন্ন কর্মীরা । তাদের প্রতি সন্মান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন এর তত্ত্বাবধানে আজকে রয়েল লন্ডন জেনারেল হসপিটালের ১০০শত NHS সেবক ডাক্তার নার্স সহ সকল ষ্টাফদের জন্য খাদ্য বিতরণ করে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল।
খাদ্য বিতরণ এর সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ,সিনিয়র যুগ্ন সম্পাদক পারভেজ মল্লিক ,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন ,সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন,সহ সভাপতি শরিফুল ইসলাম ,যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।