“দ্বিতীয় মুক্তিযুদ্ধ” –মাসুদ অরুন।

STV: জোসনার আলোতে চোঁখগুলি চকচক 

আঁধারে মিশে যায় তামাটে শরীরে, 

লোকালয় শহরে ঝাঁক বাঁধে যৌবন 

যুদ্ধের দিনগুলি আজ ফিরে আসছে, 

অধিকার ছিনতায় দানবের পকেটে 

শহীদের স্বপ্ন ক্রন্দন বাতাসে। 

দলবাজ শাসকেরা গোষ্ঠী তন্ত্রে 

আমাদের দুঃখ ঘাম ওদের পকেটে, 

লাল আজ ফ্যাকাসে, ছেড়া ফাটা সবুজে 

সব কিছু গিলে খায় কতিপয় মানুষে। 

শুরুটায় শেষ নয়, শেষ হবে আমাদের 

সংগ্রামে প্রস্তুতি, যুদ্ধের দামামা 

বদলাবে নিশিরাত দিন হবে মানুষের। 

জোসনার আলোতে চোখগুলি চকচক 

আধারে মিশে যায় তামাটে শরীরে, 

যোদ্ধার বন্দুকে পড়ে থাকা বুলেটে 

হক কথা বলবে শেষবার মানুষে।

আরো পড়ুন