নিরাপত্তাহীনতায় ভুগছেন মিথ্যা মামলায় জেলবন্দি আখলিছ উদ্দীন এর পরিবার
সংগ্রাম ডেস্ক: মিথ্যা বানোয়াট সাজানো মামলায় আজ ৯ দিন কারাভোগ করছেন আখলিস উদ্দীন ও ছেলে রাব্বি(১৭)
গত ২৯ মার্চ তেঁতুল পাড়াকে নিয়ে অনাকাঙ্খিত এক ঘটানকে কেন্দ্র করে আমাদের পাশের বাড়ীর মদরিছ আলীর ছেলে শাহিন মিয়া একটি মিথ্যা বানোয়াট সাজানো মামলা দিয়ে সদা সজ্জল সরল প্রকৃতির লোক আখলিছ মিয়া ও এস. এস.সি পরিক্ষা দেয়া একমাত্র ছেলে রাব্বি কে শাহিন মিয়ার লিখিত অভিযোগে কোন প্রকার তদন্ত ছাড়াই কারাগারে পাটিয়েছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশ।পরিবারের প্রধান কর্তা বিহীন মানবতার জীবন যাপন করছেন পরিবারটি। ইতিমধ্যে জৈন্তাপুর মডেল থানা পুলিশ কতৃক ও জৈন্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি গনের কাছে বিষয়টি পরিস্কার যে এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে মামলা করা হয়েছে।
এলাকাবাসী ও পরিবারের পক্ষে থেকে জৈন্তাপুর মডেল থানার সুনামধন্য অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক সাহেব মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন সরজমিনে ঘটনা স্থল পরিদর্শন করে এই নিরপরাধ পরিবারের প্রতি সুবিচার করবেন।