প্রতিহিংসা, মিথ্যা প্রচার বা বিভ্রান্তিমূলক কার্যক্রম কখনোই কাম্য নয়।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসনভিত্তিক প্রার্থিতা ঘোষণা করার পর থেকে সুনামগঞ্জ-৩ সহ দেশের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

বিভিন্ন এআই-নির্মিত বা সম্পাদিত (ইডিট করা) ভিডিও, ছবি ও বিভ্রান্তিমূলক পোস্ট ব্যবহার করে দেশে-বিদেশে এই অপপ্রচার পরিচালিত হচ্ছে, যা নিঃসন্দেহে নির্বাচনকে প্রলম্বিত ও বানচালের ষড়যন্ত্রেরই অংশ।

এ ধরনের অপপ্রচার ও কুৎসা রটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। রাজনৈতিক প্রতিযোগিতা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হলেও, প্রতিহিংসা, মিথ্যা প্রচার বা বিভ্রান্তিমূলক কার্যক্রম কখনোই কাম্য নয়।

আমি সংশ্লিষ্ট সকলকে রাজনৈতিক শিষ্টাচার ও ভারসাম্য বজায় রেখে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে বিএনপি নেতাকর্মীসহ সকল পর্যায়ের জনগণকে এসব ভুয়া, বিকৃত ও মিথ্যা প্রচারণা সম্পর্কে সতর্ক ও সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।

আসুন, আমরা সবাই সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকি এবং ধানের শীষের প্রতি আমাদের সমর্থন অটুট রাখি।

ধন্যবাদান্তে,

কয়ছর এম আহমেদ

You might also like