“বাংলার ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে নর্থইষ্ট বিএনপির নেত্রীবৃন্দ।
ওয়াহিদ খান– ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ যারা বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী করেছিল সেই ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে নর্থইষ্ট বিএনপির নেত্রীবৃন্দ। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি ২১শে ফেব্রুয়ারির বুধবার দুপুর ১:০০ মিনিটে সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারে অস্থায়ী শহীদ মিনারে পুস্তক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে নর্থইষ্ট বিএনপি’র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন নর্থইষ্ট বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মুন্না, সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দেক আহমেদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মারহানুল হক, সাংগঠনিক সম্পাদক মীর্জা আবু তৈয়ব রায়হান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৈয়দ ফয়জুল ইসলাম, খালিক মিয়া প্রমূক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার সাহেব । ।