বানরের পিঠা ভাগাভাগির মত তামাশার নির্বাচন বর্জন করুন – লন্ডন মহানগর বিএনপি
৭ই জানুয়ারি বানরের পিঠা ভাগাভাগির মত ডামি নির্বাচনের নামে হাজার হাজার কোটি অপচয় করে বাকশাল কায়েমের এই নির্বাচনকে বর্জন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লন্ডন মহানগর বিএনপি’র উদ্যেগে গত কাল ৪ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার আলতাব আলী পার্কে লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি. যুক্তরাজ্য সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে.এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য. সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।https://youtube.com/shorts/PXKiUB5I1UY?si=m_TFmAa_Gpq5NbcX
সভায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু. সহসভাপতি আব্দুস সালাম আজাদ. প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব মাস্টার আমির উদ্দিন. যুক্তরাজ্য বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সাদেক হাওলাদার. লন্ডন মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ. সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা. সহসাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা. সহসাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাহমুদ চৌধুরী. প্রচার সম্পাদক মঈনুল ইসলাম. স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন. শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন. সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান হোসেন. লন্ডন মহানগর বিএনপির নেতা. শফিকুল ইসলাম তুহিন. মবিন ভুইয়া কাজল. মোঃ নুরুল ইসলাম তোতা মাস্টার. আব্দুল হক শাওন. আমির হোসেন. মুজিবুর রহমান মুজিব. বাচ্চু মিয়া. গোলজার আহমদ. মো: আশরাফুল আলম, এ কে এম নেছার উদ্দিন.মো: তারেক উদ্দিন. শেরওয়ান আলী. সাইদ সারোয়ার টিটু. আলী উজ্জল. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. মোঃ ফজল আহমদ. হালিমুল ইসলাম হালিম. আল মুমিন. রফিক আহমদ. শাহেদ আহমদ. এম আশরাফ উদিদন. সাহেদ আহমদ. আল রায়হান. ফখরুল মিয়া. সোয়েব ইসলাম. মো পারভেজ মিয়া সুজা. আজমল আলী. মোঃ মিজানুর রহমান. এম আশরাফ উদিদন. জাকির হোসেন খান. মোঃ বিপ্লব মাহামুদ. সৈয়দ তারেক রশিদ. মো: ফান্টু. সুয়েব আহমদ. এইচ এম ওবায়দুল ফাত্তাহ.মামুন সরকার. নুরল ইসলাম মাসুদ. কবির আহমদ. জাহিদ হাসান শোভন জমিদার. রোহান তারিক. কবির আহমদ. ফরহাদ আহমদ. মোঃ সাইফুর আলম. জাহিদুল ইসলাম. সোয়েব ইসলাম. কামরুল হাসান ভূঁইয়া. এইচ এম ওবায়দুল ফাওাহ. জুনের আহমদ. মোঃ সাইফুল রহমান. মোঃ আব্দুল কবির. রিজভী হাসান. আব্দুল খালিক চৌধুরী. শাহীন আহমদ. আলম আহমদ. আব্দুল্লাহ সাদিক. ইসহাক আহমদ. প্রমুখ। সমাবেশে সভাপতির বক্তব্যে মোঃ তাজুল ইসলাম বলেন গণতন্ত্রের মাতা দেশে নেত্রী অসুস্থ বেগম খালেদা জিয়াকে বন্দী করে তিলে তিলে থাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। দলের সকল জাতীয় নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেত কর্মীকে কারা অন্তরীণ করে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছে। যত বাধা বিপত্তি আসুক না কেন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন শুরু হয়েছে তা স্বৈরচারী হাসিনার পতন ঘটিয়ে এর পরিসমাপ্তি অচিরেই ঘটবে। তাই দেশে-বিদেশে সকল বাংলাদেশীদের এই নির্বাচন থেকে দূরে থাকার জন্য এবং আত্মীয়স্বজন সহ সকলদের নির্বাচন প্রত্যাখ্যান করার জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।সভাই বক্তারা বলেন এই নির্বাচন হলে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।