বিএনপি প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘লাশের বদলে লাশ চাই’ বিএনপি এমন প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা। সুতরাং আইনশৃঙ্খলাবাহিনী কিংবা জন প্রশাসনের যারা গুম খুন অপহরণের সঙ্গে জড়িত নন তাদের আতংকিত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পর গঠিত জাতীয় সরকারের শাসনামলে কারো প্রতি কোনো অবিচার করা হবেনা।
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভায় সম্মানিত অতিথি হিসেবে দর্শক সারিতে বসে বক্তব্য শুনেন তারেক রহমানের সহধর্মীনি ডাঃ জোবায়দা রহমান।
সোমবার (৩০ মে) পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত এই আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান ও খসরুজ্জামান খসরু।