বিতর্কিত ও সমালোচিত ডালিয়াকে দল থেকে বহিষ্কার করেছে যুক্তরাজ্য বিএনপি
যুক্তরাজ্য বিএনপি ডালিয়াকে তিন মাসের জন্য দলের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করে এবং তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় যথাসময়ে নোটিশের জবাব দিতে ব্যর্থ হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়.
উল্লেখ্য খালেদা জিয়ার দুই বছর কারাবরণের পূর্তি উপলক্ষে এবং তার মুক্তির দাবিতে যুক্তরাজ্য যুবদল ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানব বন্ধনের আয়োজন করে ।
এই মানব বন্ধন চলাকালীন সময়ে প্রতীকী কারাগার বানিয়ে বেগম জিয়া সাজিয়ে কারারুদ্ধ করে ভেতরে বসানো হয়।
এ চরিত্রে অত্যন্ত উগ্র মেকাপ আর সাজগোজ করে কারাগারের ভিতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বুঝানো হয়। এসময় উপস্থিত অনেকেই এ উপস্থাপনাকে অশালীনীন ও দৃষ্টিকটু বলে মনে করেন।
মুখে চুইংগাম এবং ফ্যালফ্যাল করে হাসছেন যেটা নেতাকর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা এটার প্রতিবাদ করেন.
তাৎক্ষনিকভাবে সেখানে উপস্থিত বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন অনেকেই সমাবেশ স্থল ত্যাগ করেন।
পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র প্রতীকী বেশে বেগম খালেদা জিয়ার এসব ছবি আসার সাথে সাথেই শুরু হয় সমালোচনার ঝড় | সৃষ্টি করে বিতর্ক। এ বিতর্ক শুধু বিএনপি নেতা কর্মীদের মাঝে নয়, বিএনপি সমর্থিত সাধারণ মানুষ ও পেশাজীবীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছেন. তার ই প্রক্ষিতে আজ যুক্তরাজ্য বিএনপি এই সিদ্ধান্ত গ্রহন করে।
সুত্র- মাষ্টারবিডি নিউজ