বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

দীর্ঘ ১৩ বছর পর আগামীকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

২০১১ সালের ১৩ নভেম্বর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে তাকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের পর এবারই প্রথম তিনি সশস্ত্রবাহিনীর অনুরোধে শারীরিক অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানটিতে যোগদানে সম্মত হয়েছেন। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যসহ আরো প্রায় ৩০জন সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

কাল বিকাল ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে বের হবেন খালেদা জিয়া। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাহিনীর একটি বিশেষ দল তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে নিয়ে যাবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তাকে বাসায় পৌঁছে দেবেন।

বিএনপির চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

এবিএম আব্দুস সাত্তার আরো জানান, বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানোর আগে একই দিন দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দসহ ৩০ জন নেতার নামে আমন্ত্রণপত্র গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দিয়ে যান সেনা কর্মকর্তারা।

You might also like