ভালোবাসা দিয়ে সকলের মন জয় করতে চান মোশাররফ হোসেন।

গল্প গুলো অতি সাধারন কিন্তু মন জয় করে নিচ্ছেন সকলের।
কদিন আগে বগুড়ার অতি সাধারণ একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাচ্ছিলাম । হোটেলে মুখ বরাবর ময়লা জীর্ণশীর্ণ কাপড়ে একটি মহিলা ভিক্ষুক মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছিলেন। আমি দরজার কাছাকাছি বসে খাচ্ছিলাম ওখান থেকে উনাকে ডাক দিয়ে বললাম যে দুপুরে খাবার খেয়েছেন ? বলেন না সঙ্গে সঙ্গে তাকে ডেকে একসঙ্গে একই টেবিলে দুপুরের খাবার খেলাম , তাহার ইচ্ছামতো মাছ, মাংস, দই, কোল্ড ড্রিঙ্কস দিলাম। খাবার শেষে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায় ? বললো বগুড়া বারোপুর, তাকে জিজ্ঞাসা করলাম আর কি কি খেতে মন চাচ্ছে ? বলো আর কিছু খাব না , তবে বাড়িতে একটা বাচ্চা আছে । তার জন্য ভাত , মাংস বেঁধে দিলাম সঙ্গে কিছু টাকাও দিলাম।
আসুন আমরা সবাই মিলে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। না জানি আল্লাহ কখন কাকে কোন পরিবেশ পরিস্থিতির শিকার করে ? এটা বলা খুব মুশকিল । তাই আসুন নিজের সামর্থ্য অনুযায়ী সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
অনেকে এগুলো নিয়ে সমালোচনা করেন কিন্তু আমি আমার জায়গা থেকে আমাদের সকলের বিবেককে জাগ্রত করার চেষ্টা করি মাত্র।
এর চেয়ে আপনি আরো ভালো করুন, তবেই আরো অনেক মানুষ অনুপ্রাণিত হবে , মানুষের পাশে দাঁড়াবে।

You might also like