ভিপি নুরের উপরে হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল।

সংগ্রাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল ইসলাম নুরের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজার কোর্টপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সিলেটের উদ্যোগে এ মিছিল হয়েছে।

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক নাছির উদ্দিন, সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন সুজন, নাজমুস সাকিব, আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল থেকে ডাকসু ভিপিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্যদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিচার দাকি করা হয়।

প্রসঙ্গত, গতকাল রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভিপিসহ নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর কথিত ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের একটি সংগঠন হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হন।

Ctr by- sylhetview24.net

You might also like