মানবতা একটি দৃষ্টান্ত স্হাপন করলেন এই মানুষটি!
গুলশান থেকে মাস্ক বিক্রেতা এই হকারের ছবিটি তুলেছেন আফ্রিন নামের একজন ভদ্রমহিলা।
ছবির গল্প হচ্ছে, আশেপাশের অনান্য হকাররা যখন এই মাস্ক বিক্রি করছে ৮০ টাকা করে,তখন এই তরুন ছেলেটি চড়া মূল্যে বিক্রির সুযোগ পেয়েও একই মাস্ক বিক্রি করছে মাত্র ২০ টাকা মূল্যে।
তাও একজনের কাছে কেবল একটি!
আশেপাশে এত নেগেটিভ নিউজের ভিড়ে মাঝে মধ্যে যখন এই অসাধারণ মানুষ গুলো একটা পজেটিভ নিউজ হয়ে উপস্থিত হয়।
তখন মানুষের উপরে হারানো বিশ্বাস কিঞ্চিৎ হলেও ফিরে আসে।