মুক্তিযোদ্ধা জিয়ার জন্মস্থান বিতর্ক!

সংগ্রাম ডেস্ক: মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে অনেকে অনেক বাজে কথা বলে। সত্য-মিথ্যা মিলিয়ে জগাখিচুড়ি করে ফেলেন এমন মানুষ নেহাৎ কম নয়। তাতে একজন মুক্তিযোদ্ধা বীর-উত্তম জিয়ার কিছু-ই আসে যায় না। জিয়া এদেশে না জন্মে অন্য কোথাও জন্মালেও তাঁর অমর সব কীর্তি একটুও ম্লান হয় না। তবে জিয়া’র জন্ম ৫৬০০০ বর্গ মাইলের এই দেশে। 

জিয়ার আতুর ঘরের ছবি দিতে পারছি না। তবে যে বাড়িতে তিনি জন্মেছিলেন সেই বাড়ির ছবি দিলাম। 

আরো দিলাম ২৪ জুন ১৯৮১ তারিখে জাতীয় সংসদ স্পিকার মির্জা গোলাম হাফিজের এ্যটাচড নিউজ। 

 

২৪ জুন ১৯৮১ তারিখের সংবাদটি বলছে বগুরা জেলার বাগবাড়ি গ্রামে জিয়ার জন্মস্থান টি সরকারি উদ্যোগে সংরক্ষণ করা হবে। জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উক্ত বক্তব্য রাখেন স্পিকার মির্জা গোলাম হাফিজ। 

 

নেক্সট টাইম অপ-প্রচারের আগে সাধু ; দু বার ভাবুন। আমরা বেঁচে আছি, যুক্তি ও ডকুমেন্টস মগজে নিয়ে।

সূত্র : ওয়াসিম ইফতেখার

আরো পড়ুন