মুস্তাক আহমদের পিতার মৃত্যুতে নিউহাম বিএনপির শোক প্রকাশ

       সংগ্রাম ডেস্ক:  সিলেট দক্ষিণ সুরমা জালালপুর রায়খাইল নিবাসী নিউহাম বিএনপি’র সভাপতি মুস্তাক আহমদ এর পিতা জনাব জবেদ আলী জগলু সাহেব মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নিউহাম সাধারন সম্পাদক সেবুল মিয়া। শোক বার্তায় মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনা করেন তিনি  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিছেন।

You might also like