মেয়র আরিফসহ সিলেটের প্রভাবশালী ৪ বিএনপি নেতার পদত্যাগ

সংগ্রাম ডেস্ক: নেতৃবৃন্দের অগোচরে সিলেট যুবদলের আহবায়ক কমিটি গঠন করায় ক্ষুব্ধ হয়ে বিএনপি থেকে পদত্যাগ করছেন সিলেট বিএনপির ৪ প্রভাবশালী নেতা।

ইতিমধ্যে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী এবং স্বেচ্চাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান।

একটি সূত্র জানায় তাদের স্বাক্ষরিত পদত্যাগপত্রটি আজই কেন্দ্রে পৌছানো হবে।

You might also like