যারা ফেব্রুয়ারি’র নির্বাচন বানচাল এর অপচেষ্টা করছে তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু- কয়ছর এম আহমদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জগন্নাথপুর পৌর বিএনপি শাখা’র নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী’র শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায়।

পৌর বিএনপি নেতা মোঃ সামছুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম. এ. মতিনের সঞ্চালনায়।

প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক জননেতা জনাব কয়ছর এম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে কয়ছর আহমেদ বলেন যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বিরুধীতা ও বানচাল করার অপচেষ্টা করছে তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, ১৭ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যারা গুম খুন হয়েছেন সেসব শহীদ ও পঙ্গুদের সাথে বেঈমানী করা হবে।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার।

বিশেষ অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিটু, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুগ্ম আহবায়ক তকবুর হোসেন, যুক্তরাজ্য যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্বারী মোঃ ফয়জুর রহমান।

You might also like