সংগ্রাম ডেস্ক: নভেম্বর বুধবার লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্ম বার্ষিকী পালন করলো যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গসংঠনের বিপুল সংখ্যা নেতাকর্মীর উপস্থিতিতে পায়রা ও বেলুন উড়িয়ে পালন করা হয় জন্মদিনের অনুষ্ঠান ।
এই সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় গোটা আলতাব আলী পার্ক । যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার সভাপতির বক্তব্যে বলেন যে , আমাদের নতুন কমিটির যাত্রা শুরু হলো আমাদের নেতার জন্ম উৎসব পালনের মাধ্যমে । এরপর যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এক কোরআন খতমের পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয় ।