যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আরফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

আরিফ মাহফুজ – শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে বুধবার বাদ এশা খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মরহুমের বড় ভাই তারেক রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাবেক সিনিয়র সহ – সভাপতি আব্দুল হামিদ , সহ সভাপতি হাজী তৈমুস আলী , সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব , সহ সভাপতি তাজুল ইসলাম, সহ সভাপতি আবেদ রাজা, সিনিয়র যুগ্ন -সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ন -সাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল, -সাধারণ সম্পাদক গোলজার আহমেদ যুগ্ন -সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, সাবেক যুগ্ন -সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ন-সম্পাদক বাবুল চৌধুরী,যুগ্ন-সম্পাদক ফেরদৌস আলম ,যুগ্ন-সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ , দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, সহ -দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, সেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, যুবদল সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, যুবদল কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী , ইস্টলন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল , সাবেক সাধারণ সম্পদক এস এম লিটন ও যুক্তরাজ্য বিএনপি , অঙ্গ -সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বিশেষ মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শেষে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪শে জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো।

You might also like