“যুদ্ধজয়ের বাগান গড়ি” -মাসুদ অরুন।

মাসুদ অরুন: বাউল বাঁশি মুগুর হয়ে ভাঙছে ঢেলা 

জল নোনতা ঘামের ফোঁটা 

বাগান জুড়ে ঝরছে যখন, 

মালীর দু’চোখ স্বপ্নে বিভোর 

মাথায় তার পট্টি বাঁধা লাল গামছা।

রোদ্র তাপে আগুন ছড়ায় জ্বলছে জ্বলুক

একটি বাগান হরেক ফুলের কইবে কথা 

কৃষ্ণচূড়া,রক্তজবা। 

টকটকে লাল বারুদ ফোঁটা 

দিন বদলের আসছে খবর

গোলাপ কুঁড়ি বুকের মাঝে রাখবো ধরে, 

ফুটবে যখন দারুন সুবাস 

তোমায় পাবো। 

এই কটাদিন ভাঙছি মাটি 

যুদ্ধ জয়ের বাগান গড়ি، 

নিলাঞ্জণা রাগ করো না

আর কটা দিন

দেব তোমায় রক্ততিলক।

– ০৯/১২/১৯

আরো পড়ুন