রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি -হাবিবুর রহমান

সংগ্রাম ডেস্ক: রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আসলেও ত্যাগি নেতা কর্মী খুব কম মুল্যায়িত হয়! যার কারনে দলের এই অবস্হা ৷

চুখের দেখা যদিও যারা কিছু ভুলের কারনে ৫/১০ বছরেও ভুল কাটিয়ে দলের ভাল পদে আসতে পারেনী তাদের মত দেশে লক্ষ লক্ষ নেতা কর্মী দলের জন্য কেউ কেউ ভাই বোন বাবা কারো স্বামী হারিয়ে দলের ভাল একটা ভাল পদ পায়না। 

তারা অমুক ভাই আর তমুক ভাইর মানুষ নয় বলে। 

তারপরও নির্যাতিত নেতা কর্মীরা বছরের পর বছর সহ্য করে যাচ্ছেন কেউ কিন্তু অন্য দলে যাচ্ছেনা। 

আমরা কি একবারও সেই দিকে লক্ষ রাখছি? কেন আমাদের এই অবস্হা ?

আমি মনে করি এই ত্যাগি নেতা কর্মীর বধ দোয়া এই দলের প্রতি। ত্যাগী নেতা কর্মী ছাড়া দলের ভাব মুক্তি ফেরত আসবেনা নেত্রীর মুক্তি ও হবেনা। 

দেশ নেত্রী কারাগারে তার জন্য ত্যাগী নেতা কর্মীরাই পাগলের মতো 

আর পদ লোভী যারা তারা নেত্রীর খবর রাখবে কি নিজের পদ পদবী নিয়ে আনন্দে দিন কাটাচ্ছে। 

আমারা কি জামাত শিবির থেকে আসা আর পদ লোভি কার্ল প্রিট দেরকে ছিন্নিত করে পদ বিহীন করতে পারিনা?

এই কার্ল প্রিট রা বড় বড় পদ পায় কি করে ?

এসব বন্ধ না হলে আমাদের দলের ভবিষৎ কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ ছাড়া কেউ জানে না৷ 

সর্বপরি প্রিয় নেত্রীর মুক্তি কামনা করছি এমন কেউ নেই যে সে নেত্রীর জন্য রাজপথে নামবে সবাই এই ভরসা করে মহান আল্লাহ তৈরী করে দিবেন সেই নেতা। আল্লাহর প্রতি ভরসা রেখে 

দিনের পর দিন কাটাচ্ছি ৷

নেত্রীর জন্য কিছু করতে পারছিনা তবে দোয়া করি মহান আল্লাহ নেত্রীকে সুস্থ ভাবে আমাদের মাজে ফিরিয়ে এনে দিবেন। 

মনে রাখবেন কেউ পাশে থাকুক আর না থাকুক এই নির্যাতিত নেতা কর্মীর সাথে আমার আল্লাহ আছেন। 

আমিন। 

লেখক হাবিবুর রহমান 

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি 

You might also like