লন্ডনে গণ পদযাত্রা কর্মসূচি সফল করার প্রচারণায় লিফলেট বিতরন কাল এই সরকারকে পদত্যাগের বাধ্য করা হবে -মাহিদুর রহমান
যুক্তরাজ্য বিএনপির লন্ডনে অনুষ্ঠিতব্য গণ পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল ১৭ জুলাই সোমবার লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে ইস্ট লন্ডনে আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য প্রাক প্রস্তুতি সভার প্রচারণায় লিফলেট বিতরন হয় ।লন্ডন মহানগর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও লন্ডন মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, প্রধান বক্তা জোন ১ এর প্রাক প্রস্তুতি সভার টিম লিডার. যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ. বিশেষ অতিথি যুক্তরাজ্য সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক. যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ, যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল.. যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা আমিনুর রহমান আকরাম. সহ দফতর সম্পাদক সেলিম আহমেদ , যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান হাবিব. সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শাহিদ, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু. সহসভাপতি আব্দুস সালাম আজাদ ,সহসভাপতি আব্দুর রব. সহসভাপতি এম এ তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক রোমান আহমেদ চৌধুরী , যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হাসান সাকিব, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জামান. সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাহমুদ চৌধুরী, আশিক বক্স. সহ আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ. স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন. যুব বিষয়ক সম্পাদক সৈয়দ জিয়াউর রহমান জিয়া, সহ-যুব বিষয়ক সম্পাদক জমির আলী. ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান. লন্ডন মহানগর বিএনপি নেতা গোলজার আহমদ. সামসুল হক. পটল মিয়া. আঃ সালাম. আমির হোসেন. শেরওয়ান আলী. আলী উজ্জল. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. মোঃ ফজল আহমদ. আল রায়হান. তোতা সরকার.বিএনপি নেতা সোহাগ সিকদার. সুমন সিকদার. ইরাক চৌধুরী. শমশের আকবির পলাশ. শাহীন মাহমুদ. কাওছার আহমদ. মোল্লা ফিরোজ. কামরজ্জামান সাফি. মামুনুর রাসেদ লিমন. শাকিল আহমদ. মোঃ জলিল. আজিজুল্লা.নজরুল ইসলাম রাহাজু. নাঈম তালুকদার. আহমেদ বাসিত শাফিন. আশরাফ উদ্দিন রাসেল. ফারহান শহীদ সানি. আশিক আহমদ. মোঃ সুমন. মোঃ রফিক. সাহেদ আহমদ. রোকন মিয়া. মোহাম্মদ ওসমান গনি. মোঃ মনজু. মাহবুবুর রহমান. বাচ্চু মিয়া. আল মুনিম.জাহাঙ্গীর আলম. আল রায়হান.জুলফু মিয়া. শাহ মোহাম্মদ রুমন মিয়া. আল আমিন. কামাল আহমদ জাবেদ মিয়া. মোঃ শায়েক আহমদ. ইকবাল হোসেন. মোঃ মিজানুর রহমান. ছায়েদ মিয়া. এম আশরাফ উদিদন. মোঃ আনিসুর রহমান. রাসেল আহমদ. এডঃ অলিউর রহমান. জাকির খান. মিনহাজ আহমদ. মোঃ বিপ্লব মাহামুদ. এ কে এম নেছার উদিদন. সৈয়দ তারেক রশিদ. সুমন সিংহ. আবুল কমর মোহাম্মদ খালেদ. মোঃ নাজমুল হোসেন সোহাগ. মো: ফান্টু. মোঃ রাকিব. খলিলুর রহমান. মনসুর আলী. শামীম আহমদ. চেরাগ আলী. সোহেল আহমদ. আব্দুছ ছাওার. মিলন মন্ডল. মহেব্বুল হাসান.প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি বলেন আমাদের সব অধিকারগুলো কেড়ে নিয়েছে। আজকে মানুষ সেই অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম শুরু করেছে। আমরা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। আরও ঐক্যবদ্ধ হবো। তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে। জনগণ জেগে উঠেছে।নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় করা হবে।