শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে লন্ডন মহানগর বিএনপি

-মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য লন্ডন মহানগর বিএনপির এক পরামর্শ সভা গতকাল ১৭ মে মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় ইস্ট লন্ডনের নিউ রোডে অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ .সহ-সভাপতি আব্দুর রব. সহ-সভাপতি কদর উদ্দিন. সহ-সভাপতি তপু শেখ. সহ-সভাপতি মোঃ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান আহমেদ চৌধুরী. সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী. সহ-সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আজির. সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ. সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা .দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক. গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম. সহ-প্রচার সম্পাদক সায়েক উদ্দিন. আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ. সহ-তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ. মামুন রশিদ , ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান. শমশের আকবীর পলাশ. রানা আহমেদ সোহেল. আব্দুল হক শাওন. হোসেন আহমদ. মোঃ শেরওয়ান আলী.আল মোনিম. আকছার আহমদ. হেদায়েতুল ইসলাম. সামসুল হক. সাঈদ সারোয়ার টিটু. আশফাক হোসেন চৌধুরী সাদী. নাঈম তালুকদার.গোলজার আহমদ. মোঃ তারেক উদ্দিন.আলী উজ্জল.প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০শে মে যুক্তরাজ্য বিএনপি’র আলোচনা সভায় অংশগ্রহণ এবং পহেলা জুন লন্ডন মহানগর বিএনপি জিয়াউর রহমান ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচী বাস্তবায়নের জন্য লন্ডন মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে অনুরোধ জানানো হয়।

You might also like