শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ওল্ডহ্যামে বিএনপির সভা।

অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং লন্ডনে গণপদযাত্রা সফলের লক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক জোন -৩ এর এক বিশাল সমাবেশ ২৬ জুলাই বুধবার ওল্ডহ্যামে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ফায়সালা আদায়ের লক্ষ্যে জাতি আজ ঐক্যবদ্ধ। সভায় শেখ হাসিনার ফ্যাসিবাদের অবসানে এক দফার দাবি বাস্তবায়নে প্রবাসের গণতন্ত্রপ্রিয়, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির পক্ষের সবাইকে লন্ডনের গণ পদযাত্রায় শরিক হওয়ার আহবান জানানো হয়। সভায় বাংলাদেশে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, জেল-জুলুম, হামলা-মামলা বন্ধসহ মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রতিটি জোন থেকে দলে দলে যোগ দিয়ে লন্ডনের রাজপথে দাবি এক, দফা এক -ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ ধ্বনিকে উন্নয়ন সহযোগী রাষ্ট্রসমূহের প্রতিটি দূতাবাসে পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

সভার শুরুতে যুক্তরাজ্য বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মিয়া মনিরুল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

 

যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক জোন -৩ এর সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার বিশেষ অতিথি ও সাংগঠনিক জোন -৩ সাবকমিটির সমন্বয়ক, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি হাজি তৈমুছ আলী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোঃ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ খাঁন, ড. মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সহ সাধারণ সম্পাদক বাবুল আহমদ চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, সহ সাধারণ সম্পাদক জাহেদ আলী, সাংগঠনিক জোন -২ সাংগঠনিক সম্পাদক মশাহিদ আলী, সহ প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ মঈনুল ইসলাম ,ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল,
সহ আইন সম্পাদক শাহরিয়ার কোরেশী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মোসাদ্দিক আহমদ, সদস্য মতিউর রহমান,
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবুল হোসেন।

এছাড়া আরোও বক্তব্য রাখেন, ব্রাডপোড বিএনপির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, ওল্ডহ্যাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দীন, লিভারপুল বিএনপির সাবেক সভাপতি সৈয়দ বেলাল আহমেদ, নর্থ ইস্ট বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মুন্না, বার্ণলী বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, ম্যানচেস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, রসডেল বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ জামাল হুসেন মিজান, টেইম সাইড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আফজল সিবগাত আলী খান, ডার্লিংটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মারজানুল হক, লিডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জহরুল হক, হল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়েস সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন বার্নলি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুন্নুর। সভায় সাংগঠনিক জোন -৩ এর জোনাল কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন এবং লন্ডনের গণ পদযাত্রা সফলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় সংশ্লিষ্ট জোন সমূহের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

You might also like