সাভার,ঢাকায় সার্বভৌমত্ব রক্ষা পরিষদ “সরপ” এর খাদ্য বিতরন।

করোনা ভাইরাস সংক্রমনের এই সংকটকালীন সময়ে নিম্ম আয়ের মানুষে রিকশা ভ্যান চালক ভাসমান দরিদ্র অসহায় মানুষের মাঝে সোমবার (২০ এপ্রিল) ঢাকা জেলার সাভার’এ তৈরী খাদ্য বিতরণ করে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (“সরপ”)।
সোমবার দুপুর ১২ ঘটিকায় সাভার থানা বাসস্ট্যান্ড হইতে রিকশা,ভ্যান চালক,ভাসমান দরিদ্র অসহায় মানুষদের মধ্যে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করে মনসুর মার্কেট, রাজ্জাক প্লাজা, সিটি সেন্টার,সাভার নিউ মার্কেট হয়ে সাভার বাজার বাসষ্ট্যান্ড শুভেচ্ছা হোটেলের সামনে এসে অদ্যকার খাদ্য বিতরন কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়। সরপ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন আমাদের এই কর্মসূচি সারাদেশে চলমান থাকবে।
সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনাব লায়ন এম. আর. হাওলাদার, জনাব শাহীন খন্দকার, জনাব হাজী আব্দুল হান্নান,জনাব জাকির হোসেন, জনাব সাইদুর ইসলাম (বাবু), জনাব মোঃনাইম পাঠান (রুবেল),জনাব মোঃ ইমরান হোসেন, জনাব মোঃ জসীম উদদীন(রাব্বি), জনাব মোঃ খালিদ রাব্বি, জনাব মোঃ ফিরোজ,জনাব মোঃ আরিফ, জনাব মোঃ নয়ন প্রমুখদের উপস্থিতিতে খাদ্য বিতরন কর্মসূচি সম্পন্ন করা হয়। সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) নেতৃবৃন্দ বলেন
সরপ” একটি অরাজনৈতিক সংগঠন।
হাটি- হাটি,পা-পা করে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) আজ লক্ষ সদস্য নিয়ে হাটা শুরু করেছে, অল্প সময়ের মধ্যেই সরপ দেশের সকল সচেতন নাগরিকদের নিয়ে এক হয়ে কাজ করবে বলে আসা প্রকাশ করেন। তারা আরও বলেন সরপ এর লক্ষ্য ও উদ্দেশ্যে হচ্ছে মা-মাটি-মানুষ এই মিলে দেশ, এই প্রেমে মানুষকে উদ্বুদ্ধ করা। আমাদের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা যা আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করবো। ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবি হউক।

You might also like