সিলেটের পানি বন্দী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন কয়ছর এম আহমেদ
ফারাক্কা বাঁধ খুলে দেওয়া, পাহাড়ি ঢল ও অনবরত বৃষ্টির কারণে সমগ্র সিলেট এখন প্রায় পানির নিচে। জৈন্তাপুর , গুয়ানঘাট, কানাইঘাট , সুনামগঞ্জ, ছাতকের মানুষ এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
চুলোয় আগুন ধরানোর মত কোনো ব্যবস্তা নেই যে মানুষ খাবার রান্না করবে, এখন শুকোনো খাবার ই মানুষের একমাত্র ভরসা। তা ও অনেক মানুষের নাগালের বাহিরে।
আমি আমার ভালোবাসার দল জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও শুভাকাঙ্কীদের আহ্বান জানাচ্ছি আপনারা পানি বন্দী মানুষের পাশে দাঁড়ান। অর্থমানবতার জন্য এগিয়ে আসুন।