স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে-মোশাররফ হোসেন
নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা, হয়রানির শিকার হয়েও নেতাকর্মীরা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হয়নি বলেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি তৃণমূলে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সু-সংগঠিত থাকার আহবান জানিয়েছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার স্কুলমাঠে বুড়ইল ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বুড়ইল ইউনিয়ন বিএনপির সমাবেশে কৃষকদলের শীর্ষ নেতা আলহাজ্ব মোশারফ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ মাফিয়া সরকার এবং তাদের দোসররা আপনাদের নির্যাতন ও নিপীড়ন করেছে। স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নেতাকর্মীর প্রতি অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না। দলের নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করলে বিএনপির পতাকাতলে থাকার সুযোগ নেই। সুতরাং সাবধান!
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাকারিয়া হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলামসহ বুড়ইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।